| রবিবার, ২৮ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 113 বার পঠিত
ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয়-বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপ্লান্তে একথা জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এখবর জানিয়েছে।
শুক্রবার লাপ্লান্তে লকহিড মার্টিন কোম্পানির কারখানা পরিদর্শনের পর এই মন্তব্য করেছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৩০০ কোটি ডলার মূল্যের নিরাপত্তা সহযোগিতা ঘোষণার পর এই পরিদর্শন করেন লাপ্লান্তে।
যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনীয়দের রুশবিরোধী চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লকহিড মার্টিনে উৎপাদিত হালকা ভ্রাম্যমাণ লঞ্চার ও নির্ভুল আঘাতের গোলাবারুদ ইউক্রেন কার্যকরভাবে ব্যবহার করছে।
লাপ্লান্তে বলেন, ইউক্রেনকে যখন আমাদের নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে তখন আমরা গুরুত্বপূর্ণ অস্ত্র ও ব্যবস্থার উৎপাদন গতিশীল করার জন্য এই শিল্পের সঙ্গে কাজ করছি।
তিনি আরও বলেন, এর মধ্যে রয়েছে আরও সরঞ্জাম ক্রয়, উৎপাদন লাইন বাড়ানো এবং আরও নিয়োগ ও কর্মী মোতায়েনে আর্থিক সহযোগিতা।
লাপ্লান্তে বলেছেন, মার্কিন কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে ইউক্রেনের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য অকপট: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ দেখতে চায়। যার নিজের প্রতিরক্ষা ও ভবিষ্যতে আক্রমণ ঠেকানোর সমর্থ রয়েছে।
Posted ৬:১৮ পিএম | রবিবার, ২৮ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।