বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্রে গর্ভপাত সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ভোট দিতে অনেক নারী নিবন্ধন করেছেন

  |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   123 বার পঠিত

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যে ভোটার নিবন্ধন সংক্রান্ত তথ্যে দেখা গেছে,দেশটির সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েডের সিদ্ধান্ত বাতিল করার পরের মাস নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেয়ার জন্য নিবন্ধনকৃত নারীদের সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে। রো বনাম ওয়েড রায়ের মাধ্যমে নারীর গর্ভপাতের অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছিল।

ডেমোক্র্যাটিক কৌশলবিদ এবং জনমত জরিপকারি টম বনিয়ার বলেছেন, ডেটায় দেখা যাচ্ছে, উইসকনসিন এবং মিশিগানের মতো রাজ্যগুলোতে যেখানে প্রজনন অধিকার ঝুঁকিতে রয়েছে, সেখানেও নারীরা পুরুষদের চেয়ে বেশি নিবন্ধন করছেন।

কিন্তু এই বর্ধিত নিবন্ধনের কোনোটি কি প্রকৃত ভোটে পরিণত হবে ?

ঐতিহাসিকভাবে মধ্যবর্তী নির্বাচনের সময় প্রেসিডেন্টের দল কংগ্রেসে আসন হারায়। এছাড়া রিপাবলিকানদের প্রতি ব্যাপক সমর্থন নিয়ে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল। কিন্তু মধ্যবর্তী মেয়াদের কাছাকাছি আসার সাথে সাথে বিশ্লেষকরা বিতর্ক করছেন যে, গর্ভপাতের অধিকারের বিষয়টি রাজনৈতিক প্রবণতাকে ভুল প্রমাণ করবে কিনা।

সুপ্রিম কোর্টের রায়ের পর গর্ভপাতের অধিকারের প্রথম পরীক্ষা আগস্টে কানসাসে হয়েছিল। কানসাসে ৫৯ শতাংশ ভোটার, গর্ভপাতের অধিকার শুধুমাত্র উদার গণতান্ত্রিক ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ- এই ধারণাটিকে বাতিল করে রিপাবলিকান এই রাজ্যে গর্ভপাতের অধিকার বজায় রাখার পক্ষে ভোট দিয়েছেন।

কিন্তু কানসাসে একটি গণভোট হয় এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কাউকে বেছে নিতে তারা বাধ্য হননি। রিপাবলিকানদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার গর্ভপাতের অধিকার সম্পর্কে পার্টি লাইন অতিক্রম করার মতো যথেষ্ট দৃঢ়ভাবে অনুভব করে কিনা নভেম্বরে সে ব্যাপারে একটি পরীক্ষা হয়ে যাবে।

আমেরিকান রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা বারবারা লি ফ্যামিলি ফাউন্ডেশনের নেতা আমান্ডা হান্টার বলেছেন, এমনকি গর্ভপাতের অধিকারের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় প্রদানের আগেও নারীরা ইতোমধ্যেই অনুভব করছিলেন যে, এটির রাজনৈতিক ঝুঁকি অনেক বেশি।

সূত্র-ভয়েস অব আমেরিকা

Facebook Comments Box

Posted ৬:০৭ পিএম | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।