| রবিবার, ০৭ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 130 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে গত ৯ মাসে চারজন মুসলিম ব্যক্তির হত্যার ঘটনায় স্থানীয় ও ফেডারেল পুলিশ তদন্ত শুরু করেছে। এসব ঘটনার মধ্যে কোনও ধরনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখবে তারা। চারটি হত্যাকাণ্ডের সবশেষ ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। অঙ্গরাজ্যটির গভর্নর এগুলোকে টার্গেট কিলিং হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
শনিবার আলবিউকুয়েরকিউ পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা সাংবাদিকদের বলেছেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক যুবককে হত্যা করা হয়েছে।
নিহতের নাম ও হত্যাকাণ্ডের পরিস্থিতির বিস্তারিত জানানো হয়নি। এর আগের তিনটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ বলেছিল, নিহতদের ফাঁদে ফেলে কোনও সতর্কতা ছাড়াই গুলি করে হত্যা করা হয়েছে।
মেডিনা বলেছেন, আগের তিনটি ঘটনার সঙ্গে সর্বশেষ হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।
এর আগে নিউ মেক্সিকো পুলিশ জানিয়েছিল, অঙ্গরাজ্যের বৃহত্তম শহরে গত ৯ মাসে ঘটা তিনটি হত্যাকাণ্ডে নিহতদের ধর্ম ও বর্ণের কারণে টার্গেট করা হয়েছে প্রতীয়মান হচ্ছে।
নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুজান গ্রিশাম শনিবার শেষ রাতে টুইটারে লিখেছেন, মুসলিম বাসিন্দাদের টার্গেট কিলিং গভীর উদ্বেগের এবং একেবারে মেনে নেওয়া যায় না।
তিনি আরও জানান, তদন্তে সহযোগিতায় রাজ্যে অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।
তদন্তে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের পুলিশ, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইউএস মার্শাল সার্ভিসসহ বেশ কয়েকটি সংস্থা অংশ নিচ্ছে।
আগের তিনটির মধ্যে দুটি ঘটনায় একই মসজিদে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনা দুটি ঘটে জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের শুরুতে। এর আগে নভেম্বরে এক আফগান অভিবাসীকে হত্যা করা হয়েছিল। পুলিশ বলছে, নভেম্বরের হত্যাকাণ্ডের সঙ্গে দুটি ঘটনার যোগসূত্র থাকার দৃঢ় সম্ভাবনা রয়েছে।
Posted ৩:২২ পিএম | রবিবার, ০৭ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।