| বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
যুক্তরাষ্ট্রের আরকানসাসে বিমান দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফেডারেল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, অবাণিজ্যিক ফ্লাইটটি বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি ওহিওর জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
ফেডারেল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, অবাণিজ্যিক ফ্লাইটটি বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি ওহিওর জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
স্থানীয় গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে একটি বিকট বিস্ফোরণের শব্দ ও পরে আরো কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এছাড়া তিনি দুর্ঘটনাস্থল থেকে আগুনের শিখাও দেখতে পেয়েছেন। তবে কর্মকর্তারা জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। নিহতদের পরিচয়ও জানা যায়নি।
তবে পাইলটসহ নিহত সবাই বিজ্ঞানভিত্তিক পরামর্শদাতা সিটিইএইচের কর্মী। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পল ননি বলেন, আমাদের সহকর্মীদের হারিয়ে যাওয়ার খবরে আমরা অবিশ্বাস্যভাবে দুঃখিত।
Posted ৬:১৬ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।