শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিপর্যয়ের শঙ্কা

  |   শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   473 বার পঠিত

মধ্যপ্রাচ্য এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে তাপ বাড়ছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে অঞ্চলটিতে সম্ভাব্য মরুকরণের আশঙ্কা ব্যক্ত হয়েছে। কোনো ব্যবস্থা না নিলে শতাব্দীর শেষ নাগাদ ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাইপ্রাস ইনস্টিটিউটের ক্লাইমেট অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার রিসার্চ সেন্টার (কেয়ার-সি) এবং ম্যাক্স প্ল্যাঙ্ক-ইনস্টিটিউট ফর কেমির তত্ত্বাবধানে থাকা একটি আন্তর্জাতিক বিজ্ঞানী দলের প্রতিবেদন থেকে এই ফলাফলগুলো পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অভূতপূর্ব তীব্র এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ সমগ্র অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। ফলে ৪০০ মিলিয়নেরও বেশি মানুষ পানি এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এদিকে বিশ্ব উষ্ণায়নের জন্য মধ্যপ্রাচ্য এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল অনেক বেশি সংবেদনশীল। কারণ তাদের অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে মরুভূমির বিশাল অংশ এবং নিম্ন জলস্তর রয়েছে।

জিওফিজিক্সের পর্যালোচনা দ্বারা প্রকাশিত প্রতিবেদনটি নভেম্বরে মিশরে অনুষ্ঠিত জাতিসংঘের কোপ২৭ জলবায়ু শীর্ষ সম্মেলনে এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরবে।

প্রতিবেদনটির ফলাফল উদ্বেগজনক। এতে দেখা গেছে এই অঞ্চলটি বিশ্বব্যাপী অন্যান্য অঞ্চলের গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত উষ্ণ হচ্ছে।

ম্যাক্স প্ল্যাঙ্ক-ইনস্টিটিউট ফর কেমি প্রকাশিত বিবৃতিতে ‘অভূতপূর্ব তাপপ্রবাহ’ এর পূর্বাভাস দেওয়া হয়েছে যা কার্যত সমস্ত আর্থ-সামাজিক খাতকে বিঘ্নিত করবে।

আরো বলা হয়েছে, এই শতাব্দীতে অঞ্চলে দুটিতে তীব্র বৃষ্টিপাতের ঘাটতি দেখা দেবে যা পানি এবং খাদ্য সরবরাহকে হুমকির মুখে ফেলবে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এছাড়া খরা, ধুলো ঝড়, মুষলধারে বৃষ্টি এবং আকস্মিক বন্যাও দেখা দেবে।

সমীক্ষায় দেখা গেছে, পূর্ব ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোতে গ্রিনহাউস গ্যাস নির্গমন অন্য জায়গার তুলনায় দ্রুত বাড়ছে এবং শেষ পর্যন্ত এটি ইউরোপীয় ইউনিয়নকে ছাড়িয়ে যাবে।

সূত্র : এশিয়া নিউজ।

Facebook Comments Box

Posted ৪:৫৬ পিএম | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।