| শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 108 বার পঠিত
তুরস্ক এবং সিরিয়ায় প্রলয়ঙ্কারী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ফিফা। আজ শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১০ লাখ ডলার আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।
এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় মানবিক কার্যক্রমে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্মরনকালের ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মানবিক সাহায্যের খুব প্রয়োজন।
তুরস্ক ফুটবল ফেডারেশন ও সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই ওই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। ভূমিকম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের অস্থায়ী আস্তানা গড়ে দেওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় সাহায্যের জন্য ওই অর্থ ব্যয় করা হবে।
Posted ৩:৪৮ পিএম | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।