বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে

  |   সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   16 বার পঠিত

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে

দ্বাদশ জাতীয় নির্বাচনের বাকি আর এক বছরের মতো। প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। সঙ্গে প্রতিবেশী নেপালও গুরুত্ব পাচ্ছে ভারতের কাছে। এর অংশ হিসেবে ভারত হয়ে নেপালের যে বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা, এ ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে নয়াদিল্লি।

সোমবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে এ কথা জানায়।

আনন্দবাজার লিখেছে, ‘প্রতিবেশী প্রথম’- এই নীতির সঙ্গে সঙ্গতি রেখেই ভারতীয় এলাকা দিয়ে বাংলাদেশকে নেপালের বিদ্যুৎসরবরাহ করার যৌথ প্রস্তাব খতিয়ে দেখছে দিল্লি। কূটনৈতিক সূত্রের মতে, এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাই বেশি। প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে নেপালের।

এ বিষয়ে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (ইএসি) জানিয়েছে, ভারতের বিদ্যুৎ পরিবহনের বর্তমান পরিকাঠামো ব্যবহার করে এই বিদ্যুৎ পাঠানোর জন্য নয়াদিল্লির অনুমতি চাওয়া হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ এবং নেপালের মধ্যে আগস্ট মাসেই চুক্তি হয়ে যায়।

সূত্র আরও জানায়, আগামী মাসে নয়াদিল্লিতে নেপালের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বৈঠক হবে ভারতের। এই সংক্রান্ত চুক্তিকে চূড়ান্ত করা হতে পারে সেই বৈঠকে। বাংলাদেশের পক্ষ থেকেও শক্তি-বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়েই এ বিষয়ে নয়াদিল্লিকে অনুরোধ জানানো হয়েছিল। বাংলাদেশ এখনই ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। ঢাকার লক্ষ্য, নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট সংকোশী-৩ জলবিদ্যুৎ প্রকল্প গড়ার। এ কাজে ভারতের সহযোগিতা প্রয়োজন।

বিষয়টি নিয়ে আনন্দবাজার আরও লিখেছে- বাংলাদেশে ভোট এগিয়ে আসছে। নেপালে তৈরি হয়েছে মাওবাদী নেতা প্রচণ্ডের নেতৃত্বাধীন নতুন সরকার। দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ-কৌশলগত রাজনীতিতে এই দুই দেশকে নিজেদের বন্ধুত্বপূর্ণ অক্ষের মধ্যে রাখাটা অগ্রাধিকার মোদী সরকারের। পাশাপাশি শক্তির ক্ষেত্রে ভারত নেপালের সঙ্গেও বড়মাপের সহযোগিতা করতে চায়। নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বিদেশ সফরেই প্রচণ্ড নয়াদিল্লি আসতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন। চীনের কথা মাথায় রেখে নেপালের সঙ্গে শক্তি সমঝোতা ক্রমশ বাড়িয়ে তোলা নয়াদিল্লির কৌশলের মধ্যেও পড়ে।

Facebook Comments Box

Posted ৯:৪২ এএম | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(159 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।