| বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
ভারতের ঝাড়কন্ডের ধানবাদ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন নারী ও ৩টি শিশু রয়েছে।
ধানবাদের উপ-কমিশনার সন্দীপ কুমার জানান, ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আশির্বাদ টাওয়ারে গতকাল রাতে আগুন লাগে। গুরুতর দগ্ধ ১০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। তবে হতাহতের সঠিক তথ্য এখনো জানা যায়নি। পুলিশ ও অগ্নিনির্বাপণ বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেন, জেলা প্রশাসক জরুরি ভিত্তিতে কাজ করছে এবং আহত ব্যাক্তিদের চিকিৎসা দিচ্ছে। এক টুইটে তিনি বলেন, ধানবাদে অগ্নিকান্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিজে সব নজরদারি করেছেন।
এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝাড়খন্ডের মুখ্য সচিব সুখদেব সিং পিটিআইকে বলেন, অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
উদ্ধারকাজ শেষ। তবে হতাহতের সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে কাজটি করবে।
Posted ৪:৪৯ এএম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।