| মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 85 বার পঠিত
বিভিন্ন দেশে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের পরিষেবা বিঘ্নিত হয়েছে
আউটেজ ট্র্যাকিং ওয়েব সাইট ডাউন ডিটেক্টকর ডটকম জানিয়েছে, সোমবার বিভিন্ন দেশের কয়েক হাজার ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করতে পারেনি। ডাউন ডিটেক্টর জানিয়েছেন, কমপক্ষে আট হাজার ব্যবহারকারী ইউটিউবের পরিষেবা গ্রহণ করতে পারছেন না, এমন তথ্য তাদের কাছে আছে।
এরআগে জিমেইল ব্যবহারে বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা এর কয়েক হাজার ব্যবহারকারীরা। এ সময় জিমেইল সেবায় এরর আসার কথাও জানানো হয়।
এ বিষয়ে ডাউন ডিটেক্টরের বরাতে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ৮ মিনিট নাগাদ জিমেইল ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়ার অভিযোগ করেন।
প্রাথমিক সমস্যায় পড়ার কারণ জানা না গেলেও অন্তত সাড়ে ৭ হাজার অভিযোগ পাওয়া গেছে বলেও সংবাদে বলা হয়েছে। এর মধ্যে অন্তত ৮৬ শতাংশ অভিযোগ এসেছে সার্ভার কানেকশনে জটিলতা সংক্রান্ত। ১০ শতাংশ অভিযোগ এসেছে লগ-ইন করতে না পারা সংক্রান্ত। সূত্র: রয়টার্স
Posted ৫:৪৫ এএম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।