| শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 14 বার পঠিত
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মধ্য ফিলিপাইনের একজন প্রাদেশিক গভর্নরসহ আরো পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) এক বিবৃতিতে পুলিশ জানায়, ছয়জন সন্দেহভাজন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় দেশটির নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামো ও আরও পাঁচজন নিহত হন। তার স্ত্রীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুকে একটি ভিডিও বার্তায় শহরটির মেয়র বলেন, শনিবার গভর্নর তার নির্বাচনী এলাকায় জনসেবায় নিয়োজিত ছিলেন। তার এমন মৃত্যু মেনে নেয়া যায় না।
ফিলিপাইনের রাজনীতিবিদদের উপর হামলার দীর্ঘ ইতিহাসে ৫৬ বছর বয়সী দেগামোর ওপর সর্বশেষ হামলার ঘটনা এটি। এছাড়াও গত বছরের স্থানীয় নির্বাচনের পর থেকে অন্তত ৩ জন রাজনৈতিক গুলিবিদ্ধ হয়েছেন।
রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস তার রাজনৈতিক মিত্র দেগামোর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন।
গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট ভোট পুনঃগণনার পর দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে বিজয়ী ঘোষণা করে। এর আগে অন্য আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সূত্র: আল জাজিরা
Posted ২:৩০ পিএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।