| বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাস ও কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল, অন্যদিকে, প্রদেশের শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি কার। এসময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে অন্ধকারে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।
গত রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ।
Posted ৪:৫৫ এএম | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।