| সোমবার, ২২ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 149 বার পঠিত
পাকিস্তানের মিডিয়া ওয়াচডগ রোববার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশের আগে তার ভাষণ সরাসরি সম্প্রচারে টেলিভিশন চ্যানেলগুলিকে নিষিদ্ধ করেছে। গত এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, সাবেক ক্রিকেট তারকা খান একাধিক সরকার বিরোধী বিক্ষোভ করেছেন। খবর এএফপি’র।
শনিবার গভীর রাতে জারি করা নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়। একই দিনে খান রাজধানী ইসলামাবাদে একটি সমাবেশ করেন, যেখানে তিনি তার দলের একজন নেতাকে গ্রেফতারের বিষয়ে পুলিশ কর্মকর্তা এবং বিচার বিভাগের সমালোচনা করেন।
এএফপি বলেছে, টেলিভিশন চ্যানেলগুলোর কাছে এক নোটিশে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) বলেছে যে, খান “ভিত্তিহীন অভিযোগও উস্কানিমলক বক্তব্য ছড়াচ্ছেন।” নোটিশে আরো বলা হয়, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্য জনসাধারণের শান্তি ও সম্প্রীতি বিঘিœত করতে পারে।”
জনপ্রিয় সাবেক ক্রীড়া তারকা কয়েক দশকের দুর্নীতি এবং কুসংস্কার দূর করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে খান ক্ষমতা অধিষ্ঠিত হন। তিনি দেশের যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনে তার বক্তৃতার হাইলাইট ব্যাপক সাড়া জাগায়। শনিবার রাতের বিক্ষোভের পর, খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির এক সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়।
Posted ৫:৩৮ পিএম | সোমবার, ২২ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।