| বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 108 বার পঠিত
ভারতের পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ ভাইফোঁটা উৎসব উপলক্ষে এ সংক্রান্ত মন্তব্য করেন।
আজ (বৃহস্পতিবার) বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘যারা ফোঁটা নিচ্ছেন, তারা বোনেদের সম্মান রক্ষার দায়িত্ব নিন। যদি সরকারের হাতে বিষয়টি ছেড়ে দেওয়া হয় তাহলে বগটুই কাণ্ড হবে।’
এ নিয়ে আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘উনি যেকোনো ভাবে খবরে ভেসে থাকতে চান। এটা ওনার মানসিক রোগ। তার কারণ হচ্ছে ভাইফোঁটা এবং এখানে মা-বোনেরা নিশ্চিতভাবে সুরক্ষিত। দিলীপ বাবু কী জানেন না, ওনার বিজেপির কেন্দ্রীয় সরকার তারা যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে গোটা দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম শহর কোলকাতা, নিরাপদতম রাজ্য হচ্ছে বাংলা। কে বলছে? কেন্দ্রীয় সরকার বলছে। উনি কাদের কী বলছেন? সেখানে নারী সুরক্ষার সঙ্গে যেসব উদাহরণ দিচ্ছেন তার মানে কী? উনি কী বিজেপিশাসিত উত্তর প্রদেশের কথা ভুলে গেলেন? উত্তরপ্রদেশের উন্নাও, হাথরস, প্রয়াগরাজের ঘটনাগুলো উনি ভুলে গেলেন? ওখানে শুধু গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘছে না, সেই ক্ষতিগ্রস্ত মেয়েটির পরিবার যারা বিচার চাচ্ছেন তাদেরও হত্যা করা হচ্ছে। এগুলো ভুলে গেলেন?’
কুণাল ঘোষ আরও বলেন, ‘ওনার দলের তথ্যগত রায় বলে একজন আছেন না? তিনি তো বলেছেন বিজেপি দলটাই চলে কামিনীকাঞ্চন দিয়ে। মহিলা এবং টাকার ব্যবহার করে বিজেপি চলে, এটা তো বলছেন। কামিনীকাঞ্চন কী ভাইফোঁটা দিয়ে হয় না কী? এগুলো দিলীপ বাবু নিজের দলের মধ্যে নোংরামি নিয়ে আলোচনা করুন।’ ভাইফোঁটার পবিত্র দিনে ওনার এই প্রলাপ বাংলা সহ্য করবে না বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
Posted ৬:১৯ পিএম | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।