| শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 136 বার পঠিত
ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার জেরার সময় ভুক্তভোগীকে তার চরিত্র ও অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। ১৮৭২ সালের একটি আইন সংশোধন করে গতকাল বৃহস্পতিবার সংসদে এই বিধান যুক্ত করা হয়েছে।
তবে ন্যায়বিচারের স্বার্থে যদি এ ধরনের প্রশ্ন করা প্রয়োজনীয় মনে হয়, তাহলে আদালতের অনুমতি নিয়ে তা করা যেতে পারে। সংশোধিত আইনে বিভিন্ন ডিজিটাল তথ্যকেও সাক্ষ্য হিসেবে উপস্থাপনের সুযোগ রাখা হয়েছে।
বিএনপিসহ বিরোধী দলের বেশিরভাগ সদস্যই আইনটি সংশোধনের প্রশংসা করেন। তবে এর কোনো কোনো ধারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কার কথা জানান কেউ কেউ।
আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের জন্য সংসদে তোলেন। পরে জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আইনের একটি ধারা ছিল নারীদের জন্য অত্যন্ত কলঙ্কজনক। এটি সংশোধন করাই নারীদের জন্য সম্মানজনক, দেশের জন্য সম্মানজনক।
Posted ৪:৫৯ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।