বুধবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রি শুরু

  |   শনিবার, ৩০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   128 বার পঠিত

গতকাল শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির প্রথম দিনেই শত শত দর্শক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। অনেকে চলতি সপ্তাহের টিকিট চাইলেও মিলছে না।

এ সপ্তাহের শতভাগ টিকিট বিক্রি হয়েছে। আজ থেকে শুরু হয়েছে আগামী সপ্তাহের টিকিট বিক্রি। এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে সিনেস্কোপ প্রেক্ষাগৃহে। সিনেস্কোপের নির্বাহী পরিচালক আবদুর রশীদ বলেন, ‘আমরা দর্শকদের কাছে সরি বলছি। কারণ, এত চাপ যে কোনো টিকিট নেই। ভেবেছিলাম, তিন-চার দিনের অগ্রিম টিকিট বিক্রির পর হয়তো দর্শকদের সরাসরি সিনেমার টিকিট দিতে পারব, কিন্তু সেটা হচ্ছে না।

আমাদের এ সপ্তাহের সব টিকিট বিক্রি শেষ। এখন আগামী সপ্তাহের টিকিট বিক্রি করছি। দর্শকদের এত চাপ যে টিকিটের কয়েক গুণ দর্শক ফিরে যাচ্ছে। তবে শোর সংখ্যা আমরা কোনোভাবেই বাড়াতে পারছি না।’ বগুড়ার মধুবন সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ‘হাওয়া’। জানা গেছে, মুক্তির এক দিন আগেই ফুরিয়ে গেছে ‘হাওয়া’ সিনেমার প্রথম দুদিনের সব টিকিট। এই সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল বলেন, ১৯৭৪ সালে যাত্রা শুরু করা মধুবনে গত দুই যুগে কোনো শোতে সব টিকিট অগ্রিম বিক্রির রেকর্ড নেই। ‘হাওয়া’ সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে যাচ্ছে।’ এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।

Facebook Comments Box

Posted ৬:০৪ পিএম | শনিবার, ৩০ জুলাই ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।