| শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
টানা তৃতীয়বারের মেতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েলেন শি জিনপিং।আজ শুক্রবার দেশটির পার্লামেন্ট সর্বসম্মতভাবে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করে।
৫ বছর মেয়াদে তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাও সেতুং এর পরে সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেজে প্রতিষ্ঠা করলেন ৬৯ বছর বয়সী শি।
২০১৮ সালে চীনের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদের প্রচলিত বিধিনিষেধ বাতিল করেন শি জিনপিং। দেশটিতে এর আগে প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার অনুমতি ছিল না।
ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) নামে পরিচিত চীনা পার্লামেন্টে আজ প্রায় আধা ঘন্টা ধরে ভোটাভুটি হয়। ইলেকট্রনিক পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়। ৩ হাজার সদস্যের ভোটের মধ্যে ২ হাজার ৯ শত ৫২ ভোট পেয়ে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন শি।
একই সঙ্গে শিকে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধান হিসেবে পুনারয় নির্বাচিত করেছে এনপিসি।
আগামী দু’দিন ধরে মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেবেন শি জিনপিং। এরমধ্যে চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংকে এনপিসি নিয়োগ দিতে যাচ্ছে। তিনি শির অনুগত হিসেবে পরিচিত।
Posted ১:২৮ পিএম | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।