মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর কার্যালয়ের

  |   সোমবার, ১৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   14 বার পঠিত

জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর কার্যালয়ের

পবিত্র রমজানের আগে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। সেজন্য জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে সরকারপ্রধানের কার্যালয়ের পক্ষ থেকে।

রোববার পিএমওতে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠকে রমজান মাস ও ঈদুল ফিতর সামনে রেখে দেশব্যাপী খাদ্যের মজুত ও সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমজানের আগে অতীতের যেকোনো সময়ের তুলনায় আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। রোজার সময় নিত্যপণ্য যেন মানুষের কাছে পৌঁছায়, সাপ্লাই চেইন যেন ঠিক থাকে, সে জন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি।

তোফাজ্জল মিয়া সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘একবারে অতিরিক্ত খাবার কেনার পরিবর্তে প্রত্যেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ যখন যার যা প্রয়োজন, তা নিলে কারও কোনো সমস্যা হবে না। আমরা খুব ভালোভাবে ও সুন্দরভাবে রোজা ও ঈদ উদ্‌যাপন করতে পারব।’

সরকার এরই মধ্যে চিনি আমদানি থেকে কর কমানোয় এবং ট্যারিফ ভ্যালু তুলে দেয়ায় রমজানে চিনির দাম কম থাকবে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, ‘সরকারের এসব ব্যবস্থার কারণে রমজানের আগে চিনির আমদানি অনেক বেশি হবে। এ ছাড়া খোলাবাজারে বিক্রিও (ওএমএস) যথারীতি অব্যাহত থাকবে এবং টিসিবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, চাল, পেঁয়াজ ও ছোলা।

ঢাকা শহরে টিসিবি খেজুর বিক্রি করবে বলেও জানান মুখ্য সচিব। তিনি আরও বলেন, রমজান ও ঈদ সামনে রেখে প্রায় ১০ কোটি মানুষ লাভবান হবে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক কেজি চালও ১৫ টাকায় বিক্রি হবে।

রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে জানিয়ে ইফতার ও সেহরির সময় যথাযথ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং রাত ১১টার পর সেচের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হযেছে বলে জানান তোফাজ্জল হোসেন মিয়া। বৈঠকে ঈদের আগে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। এবার চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুত রয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য সারা দেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।’

ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

Facebook Comments Box

Posted ১২:২০ এএম | সোমবার, ১৩ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(156 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।