| বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 173 বার পঠিত
যে কোনো উৎসবে বা কাউকে ভালোলাগার বহিঃপ্রকাশ করতে বা নিজেকে সাজাতে গোলাপের কথাই মনে পড়ে প্রথমে। গোলাপ এমন একটা ফুল যা মানুষকে খুব সহজেই মুগ্ধ করে। মন ভালো করতে একদিন ঘুরে আসতে পারেন গোলাপের রাজ্যে। কাগজে কলমে নাম বিরুলিয়া হলেও লোকমুখে ‘গোলাপ গ্রাম’ নামেই বেশি পরিচিত সাভারের এই এলাকাটি। যত দূর চোখ যায় ফুটে রয়েছে হাজার হাজার গোলাপ। সেগুলো থেকে ভেসে আসছে চমৎকার সুবাস। পুরো গ্রামই সাজানো ফুলে ফুলে, যেন গ্রামটিই আস্ত বাগান। ঢাকা থেকে সামান্য দূরেই সাদুল্লাহপুর, সেখানেই গড়ে উঠেছে গোলাপ গ্রাম। আজ দেখুন গোলাপ গ্রামের কিছু মনোমুগ্ধকর দৃশ্য:
গোলাপ গ্রাম
গোলাপ গ্রাম
গোলাপ গ্রাম
গোলাপ গ্রাম
গোলাপ গ্রাম
গোলাপ গ্রাম
গোলাপ গ্রাম
গোলাপ গ্রাম
Posted ১২:১৩ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।