| সোমবার, ২৯ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 126 বার পঠিত
ভারতের কলকাতায় আবারও কমেছে সোনার দাম। আজ কলকাতায় ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দামে পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের শেষদিক থেকে এই নিয়ে টানা তিন দিন কমল সোনার দাম। এ খবরে সাধারণ মধ্যবিত্তরা খুশি হয়েছে।
কলকাতায় শেষ কয়েক মাস ধরে সোনার দাম অস্থিতিশীল। প্রচুর ওঠানামা করেছে দাম। কখনো বেড়েছে কিংবা কখনো কমেছে। কিন্তু কখনো একটি নির্দিষ্ট দামে স্থির থাকেনি।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় সোনার দাম রেকর্ড ৫২ হাজার ছাড়িয়ে ৫৪ হাজার রুপিতে পৌঁছেছিল। তবে এখন দাম ওঠানামা করলেও নিয়ন্ত্রণে রয়েছে।
আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৫১৮৫ রুপি। শনিবার যা ছিল ৫২২০ রুপি। আজ গ্রামপ্রতি ৩৫ রুপি দাম কমেছে। এবং ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৪৯১৫ রুপি। শনিবার যা ছিল ৪৯৫৫ রুপি। আজ গ্রামপ্রতি ৩০ রুপি দাম কমেছে।
এ ছাড়া আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার প্রতি গ্রাম দাম ছিল ৪৯৯০ রুপি। শনিবার যা ছিল ৫০৩০ রুপি। আজ গ্রামপ্রতি দাম ৪০ রুপি কমেছে।
সোনার দামের পাশপাশি আজ রুপার দামও কমেছে।
সূত্র : এই সময়।
Posted ৬:৪০ পিএম | সোমবার, ২৯ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।