| রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
ব্যক্তিগত অফিস ও বাড়ি থেকে রাষ্ট্রীয় গোপনীয় নথি উদ্ধারের ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ দলের নেতারাও তাঁর বিরুদ্ধে সরব হচ্ছেন। সিনেটে ডেমোক্র্যাট পার্টির হুইপ ডিক ডারবিন বলেছেন, এ ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক পরিসরে ‘মর্যাদার আসন’ হারিয়েছেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সরকারি গোপনীয় নথি পাওয়ার পর কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন শহরের বাড়ি থেকে এমন সরকারি নথি উদ্ধারের পর কঠোর সমালোচনার মুখে পড়লেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের অনুষ্ঠান স্টেট অব দি ইউনিয়নে বাইডেনর বাড়ি থেকে গোপন নথি উদ্ধারের বিষয়টি নিয়ে কথা বলেছেন ডিক। তবে ট্রাম্পের রিসোর্ট থেকে গোপন নথি উদ্ধার ও বাইডেনর বাড়ি থেকে গোপন নথি উদ্ধারের বিষয় একভাবে দেখতে চান না তিনি।
সিএনএনের এই অনুষ্ঠানে ডিককে জিজ্ঞেস করা হয়েছিল, সরকারি যেসব নথি বাইডেনের বাড়িতে থাকা উচিত নয় সেই সব নথি রেখে তিনি মর্যাদার আসন হারিয়েছেন কি না। এমন প্রশ্নের জবাবে ডিক বলেন, সত্যি বলতে, তিনি (বাইডেন) অবশ্যই মর্যাদার জায়গা হারিয়েছেন।
ডিক বলেন, মর্যাদাপূর্ণ একটি আসনে থাকা একজন ব্যক্তি এমনটা ঘটাতে পারেন না। কারও কাছ থেকে যখন এমন নথি পাওয়া যায় তখন তাঁর মর্যাদা ক্ষুণ্ন হয়। তিনি বলেন, অধীনস্থ কর্মী কিংবা কোনো আইনজীবীর ভুলের কারণে এমন ঘটে থাকতে পারে। কিন্তু তাতে কিছু আসে যায় না। কারণ নির্বাচিত প্রতিনিধিকে এর দায় বহন করতে হয়।
Posted ১১:০০ পিএম | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।