| রবিবার, ১৮ জুন ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
ভারতের উত্তরপ্রদেশে দাবদাহ থেকে রক্ষা মিলছে না মানুষের। গরমে নাকাল আবাল-বৃদ্ধ-বনিতা। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। গত ৭২ ঘণ্টায় উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নতুন করে হাসপাতালে ভর্তি ৪০০ জন।
হাসপাতালে ভর্তি বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারও তীব্র জ্বর, বমি, ডায়েরিয়াসহ অনেক উপসর্গ রয়েছে।
বালিয়া জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসকে যাদব জানিয়েছেন, গত ১৫ জুন মারা গেছেন ১৩ জন, ২০ জনের মৃত্যু হয়েছে পরের দিন।
তাপ থেকে রক্ষায় সাধারণ মানুষকে ছায়াঘেরা স্থান দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি প্রয়োজন ছাড়া বয়স্কদের ঘর থেকে বের না হতে বলছেন তারা। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে জানায়নি আবহাওয়া কর্তৃপক্ষ।
Posted ৩:০৬ পিএম | রবিবার, ১৮ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।