| শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 117 বার পঠিত
সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মঙ্গলবার ওই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের এক সামরিক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুকিনো জানান, সিরিয়ার তেল সমৃদ্ধ দেইর এজোর প্রদেশে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়
গোলাবারুদের মজুদ এবং যুদ্ধের সরঞ্জাম রাখার কাজে ব্যবহৃত নয়টি বাঙ্কারে মঙ্গলবার বিমান হামলা চালানো হয়। তবে সেখানকার ১৩টি বাঙ্কারের ১১টিতেই হামলার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের।
সম্প্রতি সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের এক জেনারেল নিহত হন। সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় একটি অভিযানে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি।
স্থানীয় সময় রোববার তিনি নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। সিরিয়ায় অভিযানে বিশেষ দায়িত্ব পালন করছিলেন আবুল ফজল আলিজানি। তবে তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন বা কারা হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
Posted ৩:০৬ এএম | শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।