| সোমবার, ২৯ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 148 বার পঠিত
রাশিয়া সরবরাহ কমানোর কারণে ইউরোপে গ্যাসের সংকট আগামী কয়েকটি শীতকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্বের অনতম শীর্ষ জ্বালানি কম্পাানি শেলের প্রধান নির্বাহী বেন ভ্যান বুরডেন সোমবার নরওয়েতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে, অনেক দেশে কমিয়ে দিয়েছে। ফলে ইউরোপের বেশির ভাগ দেশেই ভয়াবহ সংকট দেখা দিয়েছে।
ভ্যান বুরডেন বলেন, ‘এই সমস্যার সমাধান করতে করতে আমাদের হয়তো কয়েকটি শীতকাল পার হয়ে যেতে পারে।
এদিকে বেলজিয়ামের জ্বালানিমন্ত্রী তিনে ভ্যান ডের স্ট্রেটেন সতর্ক করেছেন যে প্রাকৃতিক গ্যাসের দাম না কমলে আগামী ৫ বা ১০টি শীতকাল ইউরোপের জন্য সংকটময় হতে পারে।
ইউক্রেনের সঙ্গে ভালো সম্পর্ক বিদ্যমান এমন দেশগুলো দেশটিতে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার তেল ও গ্যাস আমদানি কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। গত বছরও ইউরোপে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছে রাশিয়া।
ইউরোপীয়রা তাদের আয়ের এক-দশমাংশ এখন জ্বালানিতে ব্যয় করছে। তেল-গ্যাসের উচ্চমূল্যের কারণে জ্বালানি খরচ বাজেটের তুলনায় অনেকগুণ বেড়ে গেছে। ফলে নিম্ন এমনকি মধবিত্তদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সূত্র : রয়টার্স, আলজাজিরা
Posted ৬:৩৬ পিএম | সোমবার, ২৯ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।