| মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
ক্রিমিয়া ২০১৪ সালে দখলে নেয় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এই অঞ্চলসহ রাশিয়ার দখলে যাওয়া সকল ভূখণ্ড পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। তবে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ক্রিমিয়া আর কখনই ইউক্রেনের অংশ হবে না।
গতকাল সোমবার ইউক্রেনে পশ্চিমাদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনাকারী মিলানোভিচ জানান, তিনি চান না তার দেশ ইউক্রেনে ১১ মাস ধরে চলা যুদ্ধের সম্ভাব্য ভয়াবহ পরিণতির মুখোমুখি হোক।
ডিসেম্বরে ক্রোয়েশিয়ার আইনপ্রণেতারা ইউক্রেইনীয় সেনাবাহিনীকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক মিশনে যোগ দেওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন।
মিলানোভিচ বলেন, ইউক্রেনে জার্মান ট্যাংকের প্রবেশ, রাশিয়াকে চীনের দিকে আরও ঠেলে দেবে এবং এটা স্পষ্ট যে ক্রিমিয়া আর কখনই ইউক্রেনের অংশ হবে না।
২০১৪ সালে রাশিয়া কৃষ্ণসাগরীয় উপদ্বীপটি দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নিলেও বিশ্বের বেশির ভাগ দেশই এর স্বীকৃতি দেয়নি।
খবর রয়টার্সের।
Posted ৯:৩৫ এএম | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।