| বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ ‘পাল্টা কর্মসূচী’ দিয়ে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগকে ‘পাল্টা কর্মসূচি’ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অন্যথায় উদ্ভুত পরিস্থিতির সব দায় আওয়ামী লীগ সরকারকেই বহন করতে হবে।
আজ বুধবার দুপুরে গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে উসকানিমূলক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে বিরোধী দলকে উসকানি দিয়ে একটা ট্র্যাপের মধ্যে ফেলা এবং যাতে করে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়। বিএনপি অত্যন্ত সচেতনভাবে সেই পরিস্থিতি যাতে না ঘটে, তার জন্য অত্যন্ত ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ন কর্মসূচি দিয়ে আসছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ আমরা যখন এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধরারের জন্য আন্দোলন শুরু করি, তার প্রথম থেকেই একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের প্রতিটি আন্দোলনের দিনে আওয়ামী লীগ একটা পাল্টা কর্মসূচি দিচ্ছে। সেই কর্মসূচি দেওয়ার সময়ে তারা যে ভাষা ব্যবহার করেছে, এই ভাষাগুলো সম্পূর্নভাবে অগণতান্ত্রিক, সন্ত্রাসী ভাষা’।
গত জুলাই মাস থেকে বিএনপি সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি শুরু করেছে। সেটির উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দলের ১৫ জন নেতা-কর্মী পুলিশের গুলিতে ও আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে মারা গেছেন। অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন, প্রায় ৫ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আওয়ামী লীগের এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বিএনপি ও বিরোধী দলের কর্মসূচীর পাল্টা কর্মসূচি পালন করা, বাধা প্রদান এবং একই দিনে একই সময় কোনো কর্মসূচি প্রদান না করার আহ্বান জানানো হয়।
Posted ৫:২৫ পিএম | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।