মঙ্গলবার ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অভিজ্ঞতা দিয়ে দলের উন্নতির চেষ্টা করবেন সাকিব

  |   সোমবার, ২২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   140 বার পঠিত

গত এক দশকে বিশ্বজুড়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজের  অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় টি-টোয়েন্টিতে দলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
এ ফরম্যাটে দুর্বল ছিল বরাবরের দুর্বল বাংলাদেশকে শক্তিাশালী করার লক্ষ্যেই টেস্ট ফরম্যাটের পর সাকিবকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে  সাকিবের প্রথম এসাইনমেন্ট হবে আসন্ন এশিয়া কাপ।  তিুনি চান না এই ফরম্যাটে ভক্তদের প্রত্যাশাটা অনেক বেশি হোক। কেননা  রাতারাতি কোন কিছুই পরিবর্তন হয়ে যাবে- এমনটা ভাবেন না এ বিশ^ সেরা  অলরাউন্ডার।
দলের ফর্ম এবং ইনজুরির কারনে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়রা না থাকায় আসন্ন এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে বলেই মনে করছেন সাকিব।  তবে তার দল অন্তত সুপার ফোর খেলার সার্মথ্য রাখে বলেই  বিশ^াস  করেন তিনি। ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ফরম্যাটে দু’ি দলই ই শক্তিশালী।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ পাবার পর প্রথম সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের জন্য (ফাইনাল ম্যাচ) খেলা কঠিন। এই দু’টা ম্যাচ ভালো খেলতে পারলে এবং আগের যে সিরিজগুলো  কিংবা গত  এক দেড় বছরে যে সিরিজগুলো খেলেছি সেখান থেকে উন্নতির ধারাটা  অব্যাহত রাখতে পারাটাই হবে  এই টুর্নামেন্টে একটা অর্জন ।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এখন অধিনায়ক হিসেবে আমি অনেক বেশি অনুপ্রাণিত। নিজের অভিজ্ঞতা   দিয়ে আমি দলের আরও ভালো করার চেষ্টা করবো।’
সাকিবের  মতে ‘নিজের ’ প্রতি  আত্মবিশ^াস এবং দলের প্রত্যেকের মধ্যে আস্থা ছড়িয়ে দেয়াটা অত্যন্ত  গুরুত্ব¡পূর্ণ।
সাকিব বলেন, ‘এখান থেকে বের হওয়ার সময়  আমাদের  সকলের একই ভাবনা থাকতে হবে।  কখনো কখনো  খারাপ সিদ্ধান্তগুলোও  ভাল হয়ে  যেতে পারে। আর যদি এই বিশ্বাস না থাকলে অনেক ভালো সিদ্ধান্তও খারাপ হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রেসিংরুমে আমাদের  সিদ্ধান্তের প্রতি  সবার বিশ^াস থাকতে হবে, রাখতে হবে।  তেমনটা হলে  আমরা ভাল কিছু করতে পারবো। ’
দলের লক্ষ্য নিয়ে সরাসরি  কিছু না বললেও  এক প্রশ্নের জবাবে সাকিব  বলেন, ‘আমাদের যে দলই থাকুক না কেন, সুপার ফোরে খেলা উচিত।’
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ছয় দলের এশিয়া কাপ। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার ফোরে উঠবে  । সুপার ফোরে চারটি দল একে অপরের সাথে খেলবে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।
এই ফরম্যাটে গত ১০ ম্যাচের আট ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই এই ফরম্যাটে উন্নতি করতে মরিয়া টাইগাররা। অধরা সাফল্যকে পেতে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শক হিসেবে দলে নিয়েছে বিসিবি। আর এই ফরম্যাটের দায়িত্ব থেকে রাসেল ডোমিঙ্গোকে অব্যাহতি দেয়া হয়েছে। শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে দলের দেখভাল করবেন ডোমিঙ্গো।
তবে  একজন নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের সবকিছু পরিবর্তন করতে পারে না। এজন্য খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান জানান সাকিব।
তিনি বলেন, ‘দলের প্রত্যেকেই প্রচুর ক্রিকেট খেলেছে এবং যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে এবং কিভাবে দলকে জেতাতে হয় সে বিষয়ে তাদের নিজেদের ধারণা আছে।  আমি মনে করি, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবে। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা ক্লাস ফোর বা ফাইভের ছাত্র নই যে, আমাদের এই বিষয়গুলো শেখানো উচিত।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, নিজেই দলের পরিকল্পনা ঠিক করছেন অধিনায়ক সাকিব। তবে সেসব বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নন সাকিব।
তিনি বলেন, ‘এই পরিকল্পনাগুলো  সাধারণত কোচ এবং অধিনায়ক একসাথে বসে সেরে নেয়। এখানে একজন নতুন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন, তার সাথে বসেই পরিকল্পনাগুলো করতে হবে। আমার মনে হয় না, এমন কোনও নির্দিষ্ট পরিকল্পনা হবে।’
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ খেলতে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৭ আগস্ট  শুরু হওয়া  টুর্নামেন্টের  ৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
এশিয়া কাপের সর্বশেষ চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ২০১২ সালে ঘরের মাঠে প্রথম এশিয়া কাপের ফাইনালে উঠেছিলো টাইগাররা। ওয়ানডে ফরম্যাটের ঐ ফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো বাংলাদেশের। ২০১৬ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিলো। সেবার  ফাইনালে উঠে ভারতের কাছে হার মানে বাংলাদেশ। ২০১৮ সালে পরের আসরে আবারও ওয়ানডে ফরম্যাটের ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। আবারও ভারতের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির  সুযোগ হিসেবেই   এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৫:৩৬ পিএম | সোমবার, ২২ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।