| মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
ম্যানহ্যাটানের ওয়ালস্ট্রিটের দ্য মেজানাইনে মূলধারার নিউইয়র্ক ফ্যাশন উইকে এবার অংশ নিচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভুত নিউইয়র্কের ফ্যাশন ডিজাইনার নুসরাত জাহানের প্রতিষ্ঠান এনজে বুটিক। গত রবিবার উডসাইডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ইন্টারলিংক নেট। আগামী ৯ ফেব্রুয়ারি এই ফ্যাশন উইক শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এনজে বুটিকের ডিজাইন করা পোশাক পরে মডেলরা র্যাম্পে হাঁটবেন শেষের দিন সন্ধ্যা ৮টায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ফ্যাশন উইকের এনওয়াইসি লাইভের উইলিয়াম মাইকেল রিড। তিনি বলেন, এনজে বুটিকের কর্ণধার নুসরাত জাহানের কাজ ও কোরিওগ্রাফার নজরুল কবীরের পরিকল্পনা আমার ভাল লেগেছে।
ডিজাইনার নুসরাত জাহান বলেন, আমরা যখন এই ফ্যাশন উইকে যোগদানের অফার পাই তখন হাতে ছিল মাত্র ২০ দিন। এত অল্প সময়ে নতুন ডিজাইন করে বাংলাদেশ থেকে ড্রেস বানিয়ে আনা খুবই কঠিন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার পরিকল্পনা এই আন্তর্জাতিক ফ্যাশন র্যাম্পে বাঙালি ঐতিহ্যের পোশাক প্রেজেন্ট করা। তিনি এ প্রসঙ্গে বাংলাদেশের মসলিন, তাঁতশিল্প, জামদানির কথা তুলে ধরেন।
কোরিওগ্রাফার নজরুল কবীর বলেন, বিভিন্ন দেশের ১৬ জন মডেল এই ফ্যাশন উইকে একজন ডিজাইনারের পোশাক পরে র্যাম্পে হাঁটবেন। এর আবহসংগীতও থাকবে বাংলাদেশের। সেই সাথে আমেরিকার মূলধারার মডেল মাহমুদা ইয়াসমিনও এনজে বুটিকের ডিজাইনার শাড়ি পরে র্যাম্পে উপস্থিত হবেন।
সংবাদ সম্মেলনে মডেল মাহমুদা ইয়াসমিন বলেন, এর আগে আমেরিকান ডিজাইনারদের সাথেই কাজ করেছি, বিদেশী পোশাক পরে র্যাম্পে হেঁটেছি। এবার মনে হচ্ছে এই প্রথম সত্যিকার অর্থে আমি আন্তর্জাতিক বলয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।
Posted ৮:১৪ এএম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।