শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কৃষক–জেলেদের সমিতিকে ইজারা দিন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

কৃষক–জেলেদের সমিতিকে ইজারা দিন

সুনামগঞ্জের জলমহালে ‘পলো বাওয়া’ উৎসবের নামে যেটা ঘটেছে, সেটা যেমন একদিকে মানুষের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রাথমিক নিষ্ক্রিয়তারও প্রতিফলন। যেভাবে হাজার হাজার মানুষ পলো, লাঠিসোঁটা ও টেঁটা নিয়ে একের পর এক জলমহালে নেমে মাছ ধরেছেন, সেটাকে নৈরাজ্য না বলে উপায় নেই। সবচেয়ে দুঃখজনক হলো, এই নৈরাজ্যে তিনজনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছেন একজন।

সুনামগঞ্জের ক্ষেত্রে একটা প্রথা দেখা যায় যে হাওর এলাকার জলমহালগুলোতে মাছ ধরা শেষ হয়ে গেলে ইজারাদারদের পক্ষ থেকে আশপাশের লোকজনকে মাছ ধরার সুযোগ দেওয়া হয়। এবার ইজারাদারেরা মাছ ধরার আগেই হাজার হাজার মানুষ মাছ ধরে নিয়ে গেছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা থামাতে শুরুতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

জলমহাল ইজারা দেওয়ার যে নীতিমালা রয়েছে, এত দিন সুস্পষ্টভাবে তার লঙ্ঘন করে আসা হচ্ছে। নীতিমালা অনুযায়ী, মৎস্যজীবী সমবায় সমিতির নামে জলমহাল ইজারা নিতে হয়। কিন্তু জলমহাল ব্যবস্থাপনার যে খরচ ও শক্তি দরকার, সেটি সমিতির সাধারণ মৎস্যজীবীদের থাকে না। তাই পেছনে থাকে রাজনৈতিক ও প্রভাবশালী শক্তি।

প্রতিটি জলমহালের নির্ধারিত সীমানা থাকে। কিন্তু বর্ষায় পুরো হাওর নিয়ন্ত্রণে নিয়ে নেন ইজারাদারের লোকজন। স্থানীয় বাসিন্দা, দরিদ্র জেলে ও কৃষকদের হাওরে নামতে কিংবা ভাসান পানিতে মাছ ধরতে বাধা দেন তাঁরা। কথা না শুনলে তাঁদের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে। এ নিয়ে ইজারাদারের প্রতি স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে। কিন্তু এভাবে রীতিমতো উৎসব করে মাছ লুটের ঘটনার পেছনে কারও কারও ইন্ধন থাকাটা অস্বাভাবিক নয়। তদন্ত করে অবশ্যই ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

বিগত ১৫ বছরে এ জলমহালগুলো আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে ছিল। কিছু জলমহালে বিএনপির লোকেরাও অংশীদার ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের লোকজন হয় পালিয়ে গেছেন অথবা বিএনপির লোকদের সঙ্গে একধরনের বন্দোবস্তে এসেছেন। লোক পাল্টালেও পুরোনো ব্যবস্থা থেকে বের হওয়া যাবে, তার ইঙ্গিত দেখা যাচ্ছে না। মামলা, গ্রেপ্তারসহ প্রশাসনিক পদক্ষেপের কারণে শেষ পর্যন্ত এই অরাজকতা বন্ধ হয়েছে। কিন্তু যে অনাস্থা ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হলো, তাতে ভবিষ্যতে জলমহাল ইজারা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে স্থানীয় মানুষেরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, আবার সরকারও রাজস্ব হারাবে।

Facebook Comments Box

Posted ৮:০১ এএম | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।