বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আ.লীগের সেই জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আ.লীগের সেই জাহাঙ্গীর

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির।

শুক্রবার (৭ মার্চ) স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেন বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এর আগে শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে জাহাঙ্গীর কবিরের বড় বোন আনোয়ারা বেগম (৮৪) মৃত্যুবরণ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বড় বোনের মৃত্যুর পর জানাজায় অংশ নিতে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্বজনরা একটি লিখিত আবেদন করেন। পরে জানাজায় অংশ নিতে জাহাঙ্গীর কবিরকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। এরপর দুপুর দেড়টার দিকে পুলিশি নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে বের হয়ে বরগুনার সার্কিট হাউস মাঠে জানাজায় অংশগ্রহণ করেন জাহাঙ্গীর কবির। পরে দুপুর পৌনে ২টার দিকে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বরগুনার জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জাহাঙ্গীর কবিরকে কারাবিধি অনুযায়ী দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে জাহাঙ্গীর কবির কারাগার থেকে বের হয়ে পৌনে ২টার দিকে কারাগারে ফিরে আসেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বরগুনায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিন মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।’ এ সময় জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না (মনোবল হারাবেন না)। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’

এরপর ১৪ আগস্ট ভোর ৬টার দিকে তার বাসভবন আমতলার পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম চাঁদাবাজি মামলায় তাকে কারাগারে পাঠান। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাষ্ট্রদ্রোহী মামলা করে। সেই মামলায় তিনি জেলহাজতে রয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৩৮ পিএম | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।