নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি, বেশ লম্বা সময় ধরেই পর্দায় দেখা মেলে না তার। সিনেমায় না থাকলেও প্রায় মাস দুয়েক আগে আলোচনায় আসেন বোনের গ্রেপ্তারের খবরে। এবার বিয়ে করে এলেন সংবাদ শিরোনামে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, গোপনে বিয়ে করেছেন নার্গিস ফাখরি। শোনা যাচ্ছে, অভিনেত্রী আমেরিকার টোনি বেগ নামক এক উদ্যোক্তার সঙ্গে ঘর বেঁধেছেন। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে বিয়ের আসর।
কাছের কয়েকজন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন নার্গিস। স্বামীকে নিয়ে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন তিনি।
নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইস ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একইসঙ্গে, তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে নিয়েছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসাথে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্তযাপন করছেন।
নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সাথে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।
এদিকে, নবদম্পতির ছবি এখনও প্রকাশ্যে আসেনি। তবে তাদের ঘনিষ্ঠ এক বন্ধু সমাজমাধ্যমে একটি কেকের ছবি দেন। সেখানে লেখা, ‘শুভ বিবাহ এনটি ও টিবি।
Posted ১০:০৫ এএম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।