বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিতারে জমিন পার’ নিয়ে সুখবর দিলেন আমির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

সিতারে জমিন পার’ নিয়ে সুখবর দিলেন আমির

লাল সিং চাড্ডা’ মুভির পর ভক্ত-সমর্থকদের অধীর আগ্রহ— কবে আসবে আমির খানের নতুন মুভি। সেই অপেক্ষা হয়ত খুব দ্রুতই ফুরাতে যাচ্ছে। আমির খান জানিয়েছেন, এই ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সিতারে জমিন পার’।

বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তির দিনক্ষণ আমির সরাসরি না জানালেও আভাস দিয়েছেন। সম্প্রতি গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সুখবরটি দেন আমির।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তার সিনেমার কোনও অংশের শ্যুটিং গুজরাটে হবে কি না? অভিনেতার বলেছেন, ‘সিতারে জমিন পার’-এর ক্লাইম্যাক্স গুজরাটের ভদোদরায় করা হয়েছিল।

আমির বলেন, এই মুভিটি হলো ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। এবং সেই ছবির ক্লাইম্যাক্স শ্যুট করা হয় ভদোদরায়। আমি যখন খুব ছোট ছিলাম, বাবার অনেক ছবির শ্যুটিং হয়েছিল গুজরাটে। মাঝেমধ্যেই আসতাম। আজও সেই স্মৃতি তাজা।’

‘সিতারে জমিন পার’ চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন আমির। অভিনেতার সঙ্গে দেখা যাবে জেনেলিয়া ডি’সুজাকে।

‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। 

সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে। এবার ‘সিতারে জমিন পার’ মুভি নিয়ে দর্শকদের আগ্রহ তাই একটু বেশি।

Facebook Comments Box

Posted ৬:৪৫ এএম | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।