শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফুলের নাম পলাশে সবাই মিলেমিশে শান্তিতে থাকবে: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ফুলের নাম পলাশে সবাই মিলেমিশে শান্তিতে থাকবে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পলাশ যেমন একটি ফুলের নাম, আর এই সুন্দর একটি নাম নিয়ে পলাশ থানা সৃষ্টি হয়েছিল। সেই পলাশের প্রতিটি মানুষ সুন্দর জীবন যাপন করবে, মিলেমিশে সুখে শান্তিতে থাকবে, ঝগড়া বিবাদ দূর করবে। একে অপরকে কোন ক্ষতি করবে না, মিথ্যাচার ও অন্যায় করবে না। আমরা মানুষ হিসেবে সারা বাংলাদেশে পলাশ উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা প্রতিষ্ঠিত করব।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের ভিরিন্দা এলাকার দ্বীনবন্ধু সেবা সংঘ মন্দিরে ২৫তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী মহোৎসবের অনুষ্ঠানে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মঈন খান।

ড. আব্দুল মঈন খান সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম ও সংগীতকে চর্চাকে প্রশংসা করে আরও বলেন, আমরা এ অঞ্চলে একত্রে মিলে মিশে বসবাস করি। ধর্ম, সংস্কৃতি নিয়ে আমরা সবাই মিলে মিশে থাকি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

তিনি বলেন, আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের নাম হচ্ছে মানুষের ধর্ম। মানুষের সকল ধর্মের মূল কথা কিন্তু এক। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলে তুমি অন্যায়, পাপ ও অত্যাচার করো। সকল ধর্মের মূল কথা হচ্ছে এক। মানুষের যে ধর্ম তা হচ্ছে মানুষ মানুষকে সম্মান করবে, কেউ কারও উপর জুলুম, অত্যাচার, মিথ্যাচার ও ক্ষতি করবে না। আর এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমরা সেই ধর্মে বিশ্বাস করি বলেই পলাশে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে শান্তিতে বসবাস করি।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ডাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৫৯ এএম | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।