বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বঞ্চনা ও বাহুল্য উভয়ই বৈষম্যমূলক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত

বঞ্চনা ও বাহুল্য উভয়ই বৈষম্যমূলক

রাজনৈতিক কারণে বগুড়া গত দেড় দশকে যেইভাবে বৈষম্যের শিকার হইয়া উন্নয়নবঞ্চিত হইয়াছে, উহা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রায় অভাবনীয়। দেশের অন্যতম প্রাচীন এই শহর তথা জিলায় কয়েক বৎসর পূর্বে বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইকার্য শেষ হইলেও উহার ‘সবুজ সংকেত’ বন্দি রহিয়াছে লাল ফিতার বন্ধনে। অথচ উহা চালু হইলে সমগ্র উত্তরাঞ্চলের অর্থনীতির অবয়ব বদলাইয়া যাইত। বগুড়া পৌরসভা যাহাতে সিটি করপোরেশনে উন্নীত হয়, এই দাবি দীর্ঘদিনের। প্রায় দুই যুগ পূর্বে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের শাসনামলে সিটি করপোরেশনের লক্ষ্যে বগুড়া পৌরসভার আয়তন বৃদ্ধি করিলেও বিগত সরকার বগুড়াকে আমলেই লয় নাই। অথচ সিটি করপোরেশনে উন্নীতকরণের সকল শর্ত পূরণ হইয়াছে। কেবল রাজনৈতিক সদিচ্ছার অভাবেই যে উহা বাস্তবায়ন হয় নাই; স্থানীয়রা অভিযোগ না করিলেও বোধগম্য।

আমরা বিস্মিত, বগুড়া হইতে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণের দীর্ঘদিনের দাবিও পূরণ হয় নাই। এই দুই জেলার মধ্যে সরাসরি রেলপথ না থাকিবার কারণে উত্তরাঞ্চলের ট্রেনগুলিকে যাত্রী ও কৃষিপণ্য লইয়া ঢাকায় পৌঁছাইতে নানা ভোগান্তির শিকার হইতে হয়। অথচ বগুড়া হইতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সরাসরি ট্রেনযোগে পৌঁছাইতে সময় লাগিবে এক হইতে সোয়া ঘণ্টা। বগুড়া হইতে সরাসরি বঙ্গবন্ধু সেতুতে ট্রেন সার্ভিস চালু হইলে দেশের উত্তরের জেলার ট্রেনযাত্রীদের পথ অনেকটাই হ্রাস পাইবে। এই প্রকল্প না হইবার নেপথ্যে নানা জটিলতা দেখানো হইলেও রাজনৈতিক প্রতিহিংসার বিষয় বলিবার অপেক্ষা রাখে না। বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল করিবার কথা থাকিলেও উহার অনুমতি না মিলিবার বিষয়ও একই সূত্রে গাঁথা। যদিও ইহার মাধ্যমে শিল্পনগরীখ্যাত বগুড়ার হৃতগৌরব ফেরানো সম্ভব হইত। ১৬ বৎসর ধরিয়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ না হওয়া কিংবা বাংলাদেশ টেলিভিশন বগুড়া আঞ্চলিক কেন্দ্র চালু না হওয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন না হইবার কারণে যদ্রূপ উক্ত অঞ্চলের সাধারণ মানুষ বঞ্চিত হইয়াছে, তদ্রূপ দেশের মানুষও ক্ষতিগ্রস্ত। বিগত সময়ে বগুড়ার উন্নয়নে স্থবিরতা নামিয়া আসা এমনকি জিলা উন্নয়ন বরাদ্দেও বগুড়া পশ্চাতে থাকিবার কারণে শেষ অবধি ভুক্তভোগী তথাকার মানুষ।

রাজনৈতিক বিবেচনায় উপেক্ষার উদাহরণ একমাত্র বগুড়াই নহে। দীর্ঘকাল হইতেই আমাদের দেশে এইরূপ রাজনৈতিক অপচর্চা চলিয়া আসিতেছে। ৭৫-এর পট পরিবর্তনের পর যদ্রূপ গোপালগঞ্জ; নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তদ্রূপ রংপুর জিলা উন্নয়নবঞ্চিত থাকিয়াছে অভিন্ন কারণেই। আমরা মনে করি, রাজনৈতিক বিবেচনায় কোনো জিলা পরিচিতি পাইতে পারে না। দেশের উন্নয়ন যেইখানে সুষম হওয়া জরুরি, সেইখানে নির্দিষ্ট অঞ্চলকে অবজ্ঞা করা কোনোক্রমেই গ্রহণযোগ্য হইতে পারে না। দেশের কোনো অঞ্চলই রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হইতে পারে না এবং ভবিষ্যতে এই ধরনের অপচর্চা হইতে হস্ত সংকুচিত করিতে হইবে। আমরা আশঙ্কা করি, এইরূপ চলিতে থাকিলে ভবিষ্যতেও দেশের কোনো কোনো অঞ্চল উন্নয়নবঞ্চিত হইতে থাকিবে।
আমরা মনে করি, কেবল উন্নয়ন বঞ্চনা নহে, উন্নয়ন বাহুল্যও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সহিত সংগতিপূর্ণ নহে। এই ক্ষেত্রে বর্তমানে অন্তর্বর্তী সরকার নূতন দৃষ্টান্ত স্থাপন করিতে পারে। যেই সকল জিলা ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলে উন্নয়নবঞ্চিত ছিল, সেইগুলির উন্নয়নে যদ্রূপ অগ্রাধিকার দিতে হইবে, তদ্রূপ নূতন করিয়া কোনো জিলা যাহাতে উন্নয়নবঞ্চিত না হয়, সেইদিকেও দৃষ্টি রাখিতে হইবে। আবার কোনো জিলা যাহাতে ক্ষমতাসীন মহলের সহিত নৈকট্যের কারণে উন্নয়ন বাহুল্যে না ভোগে, সেই ব্যাপারেও থাকিতে হইবে সতর্ক। স্মরণে রাখিতে হইবে, কোনো অঞ্চলকে বিশেষ গুরুত্ব কিংবা কোনো অঞ্চলকে বঞ্চিত করিবার প্রবণতা দেশের সুষম উন্নয়নের সহিত সংগতিপূর্ণ তো নহেই, উহা অসাংবিধানিকও।

Facebook Comments Box

Posted ৬:২১ এএম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।