শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফেনী সৌরবিদ্যুৎ কেন্দ্রে তরমুজ-মাছচাষ, লাগানো হবে গাছ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

ফেনী সৌরবিদ্যুৎ কেন্দ্রে তরমুজ-মাছচাষ, লাগানো হবে গাছ

ফেনীর সোনাগাজী উপজেলার বিস্তীর্ণ চর ও লবণাক্ত জমিতে হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্রের অন্যতম হাব। এরই মধ্যে একটি অংশের কাজ শেষ। চলতি বছর জাতীয় গ্রিডে যোগ হয়েছে বিদ্যুৎ। শিগগির শুরু হবে ১০০ মেগাওয়াটের আরও একটি ইউনিটের কাজ। সৌর প্যানেলের শেডের নিচে কাটা হয়েছে তিন কিলোমিটার খাল। এতে তেলাপিয়া, শিং ও মাগুর মাছের চাষ করা হবে। পাশ দিয়ে লাগানো হবে ২০ হাজার গাছ। পাশাপাশি চাষ করা হবে তরমুজ ও হলুদ।

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) এ প্রকল্প বাস্তবায়ন করছে। ইজিসিবি বিদ্যুৎ বিভাগের একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বিদ্যুৎ বিভাগের অধীনে পাওয়ার সেলের তত্ত্বাবধানে সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হবে। এটি দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ হাব। আগামী সাড়ে চার বছরের মধ্যে মোট ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সবগুলো ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পতিত জমি চাষাবাদের মাধ্যমে কাজে লাগানো হবে।

ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। ফেনীতে ৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সৌরবিদ্যুৎ শেডের নিচে আমরা প্রায় তিন কিলোমিটারের খাল খনন করেছি। এই খালে মাছচাষ করবো।’

তিনি বলেন, ‘এছাড়া খালের পাড়ে হলুদ ও তরমুজ চাষ করা হবে। দ্রুততম সময়ে খালে মাছ ছাড়া হবে। আমরা পরীক্ষা করে দেখেছি তেলাপিয়া, শিং ও মাগুর মাছ ভালো হবে। ২০ হাজার গাছ লাগাবো সে পরিকল্পনাও নিয়েছি। এখানের আবহাওয়া ও পানির ওপর ভিত্তি করেই আমাদের পরিকল্পনা। সামনে এখানে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। একইভাবে এ পরিকল্পনা বাস্তবায়ন করবো।

সাড়ে ৪ বছরে লক্ষ্য ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
ইজিসিজি জানায়, ৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এরই মধ্যে জাতীয় গ্রিডে যোগ হয়েছে। নতুন করে আরও ফেনীর সোনাগাজীতে ১০০ মেগাওয়াট উৎপাদন করবে সরকার। দেড় বছরের মধ্যেই জাতীয় গ্রিডে তা যোগ হবে। এভাবে পর্যায়ক্রমে আগামী সাড়ে চার বছরের মধ্যে মোট ৩৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ মিলবে ফেনীর লবণাক্ত জমির প্ল্যান্ট থেকে।

এর মধ্যে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) ও জাপানের মারুবেনি করপোরেশন যৌথভাবে নির্মাণ করবে। সিঙ্গাপুর ও দেশীয় কোম্পানির মাধ্যমে দুটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে ইজিসিবি।

ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘ধীরে ধীরে ফেনী হয়ে উঠছে সৌরবিদ্যুৎ কেন্দ্রের অন্যতম হাব। এখান থেকে গত দুই মাস আগে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। নতুন করে ভূমি অধিগ্রহণ করছি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য। আশা করছি দেড় বছরের মধ্যেই এখান থেকে বিদ্যুৎ পাবো। সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণই প্রধান কাজ।’

সৌরবিদ্যুৎ উৎপাদন কাজ এগিয়ে নেওয়া সরকারের একার সম্ভব নয় জানিয়ে পিজিসিবি এমডি বলেন, ‘পরে দেশীয় কোম্পানির সহায়তায় আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে আগামী সাড়ে চার বছরে মোট ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে ফেনী থেকে। প্রধানমন্ত্রীর নির্দেশ ফসলি জমি ব্যবহার করা যাবে না। তাই আমরা লবণাক্ত চরের জমি ব্যবহার করছি।

সোনাগাজীতে ১০০ মেগাওয়াটের কেন্দ্র

ফেনী জেলার সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নতুন করে ৩৮৬ দশমিক ৪৪ একর ভূমি অধিগ্রহণ করা হবে। এসব জমি মূলত খাস ও লবণাক্ত। ১০০ মেগাওয়াটের এ কেন্দ্র বিদ্যুৎখাতের কোম্পানি ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) ও জাপানের মারুবেনি করপোরেশন যৌথ বিনিয়োগে নির্মাণ হবে। ভূমি অধিগ্রহণ প্রকল্পের মোট ব্যয় ২১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা।

উদ্দেশ্য
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং চট্টগ্রাম অঞ্চলে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলসহ পুরো দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করা। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার এ প্রকল্প হাতে নিতে যাচ্ছে।

গঠিত হবে নতুন কোম্পানি
ইজিসিবি সূত্রে জানা যায়, ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শুরুতে জয়েন্ট ভেঞ্চারে ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি গঠিত হবে। এ প্রকল্প বাস্তবায়ন হবে ফেনীর সোনাগাজী উপজেলার চান্দিনা ইউনিয়নে। অধিগ্রহণ করা ৩৫০ একর জমি প্রজেক্ট কোম্পানিকে লিজ দেবে। এরই মধ্যে এ প্রকল্পের বিদ্যুতের ট্যারিফ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনে প্রকল্প বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে চুক্তি স্বাক্ষরে উল্লেখ করা হয়।

 

Facebook Comments Box

Posted ১২:৩৮ পিএম | সোমবার, ১৭ জুন ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।