সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নির্বাচনকে সামনে রেখে তিন দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

  |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   30 বার পঠিত

নির্বাচনকে সামনে রেখে তিন দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে মোটরসাইকেল চলাচল তিন দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না।

এছাড়া ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ভোটকেন্দ্রে ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌকা ব্যতীত) চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে।

তবে জাতীয় মহাসড়কে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

তবে অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষক এজেন্টদের অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার লাগাতে হবে।

Facebook Comments Box

Posted ৬:২৬ এএম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(174 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।