মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবার বলিউড সিনেমায় হিরো আলম

  |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   42 বার পঠিত

এবার বলিউড সিনেমায় হিরো আলম

এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নানা কারণে সব সময় আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। বলিউডেও তেমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত।

এবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে বলিউডের সিনেমায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন হিরো আলম। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন দুবাই প্রবাসী বিতর্কিত ব্যবসায়ী আরাভ খান।

বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন। এরপরই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে।

দুবাই থেকে হিরো আলম বললেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলতে থাকেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।

একই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে শুটিং হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:২৯ পিএম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।