শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৯ বছর পর সালমানের সিনেমায় অরিজিতের গান

  |   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   34 বার পঠিত

৯ বছর পর সালমানের সিনেমায় অরিজিতের গান

মনোমালিন্যের অবসান! দীর্ঘ ৯ বছর পর সালমান খানের সিনেমায় প্লেব্যাক করলেন অরিজিৎ সিং। একসময় ‘ভাইজান’ ঘোষণা দিয়েছিলেন তাঁর সিনেমায় কখনো গান গাইবেন না অরিজিৎ। তারপর পেরিয়ে গেছে ৯ বছর। অবশেষে সালমান নিজেই জানালেন তাঁর আসন্ন ছবি ‘টাইগার ৩’-এ একটি গান গেয়েছেন অরিজিৎ।

আজ দুপুরে ‘টাইগার ৩’ ছবির একটি গানের পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন সালমান। যেখানে তাঁর সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফও। সিনেমাটির অভিনেত্রী রয়েছেন জোয়া চরিত্রে। ক্যাপশনে সালমান লিখেছেন, ‌‘‘প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’-এর প্রথম ঝলক। ও হ্যাঁ, আমার জন্য এটা অরিজিৎ সিংয়ের প্রথম গান। গানটি ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে। এই দীপাবলিতে ১২ নভেম্বর সিনেমা হলে আসছে ‘টাইগার ৩’। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।’’

২০১৪ সালে একটি অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে ঝগড়া হয়েছিল। তারপর থেকেই চির ধরে তাঁদের সম্পর্কে। অনুষ্ঠানটি সঞ্চলনা করছিলেন সালমান। পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। তখন সালমান ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি ঘুমাচ্ছিলে?’ জবাবে গায়ক বলেছিলেন, ‘আপনারা সবাই আমাকে ঘুমিয়ে দিয়েছেন।’ সালমান তখন উত্তর দিয়েছিলেন, ‘‘‘তুম হি হো’র মতো গান চলতে থাকলে আমাদের দোষ নেই।’’

এর পরে অনেক দিন গড়িয়েছে। সালমানের ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় অরিজিৎ সিংয়ের গান। ২০১৬ সালে সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। ‘সুলতান’-এ তাঁর গাওয়া গান রাখার জন্য অনুরোধও করেছিলেন। কিন্তু কিছুতেই চিড়ে ভিজেনি।

সম্প্রতি অরিজিৎ সিংকে দেখা গিয়েছিল সালমান খানের বাসভবনে যেতে। তখনই নেটিজেনরা ধারণা করেছিলেন এই দুই তারকার মধ্যে যাবতীয় ঝামেলা মিটে গেছে। এবার সেটাই সত্য বলে জানালেন সালমান নিজেই।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৫১ পিএম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।