শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জওয়ানকে অস্কারে নিতে চান অ্যাটলি

  |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   31 বার পঠিত

জওয়ানকে অস্কারে নিতে চান অ্যাটলি

মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৮৬০ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। এক হাজার কোটি আয়ের দ্বারপ্রান্তে ‘জওয়ান’। একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে শাহরুখ খানের অ্যাকশন প্যাকড ‘জওয়ান’।

এরই মধ্যে অ্যাটলি তার পরিচালিত ‘জওয়ান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রাজত্ব করার পর এখন অস্কারের লক্ষ্যে দৃষ্টি রাখছেন। এই সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি ই-টাইমসকে বলেন, তিনি তার চলচ্চিত্রটিকে সম্মানজনক পুরস্কারের মঞ্চে পৌঁছে দিতে চান। শাহরুখ খানের সাথেও এই আলোচনা নিয়ে রসিকতা করেছেন বলে জানান অ্যাটলি।

ই-টাইমসের সঙ্গে কথোপকথনে যখন অ্যাটলিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি অস্কারের দিকে নজর রাখছেন কি না? উত্তরে পরিচালক বলেন, “অবশ্যই।

অস্কারে ‘জওয়ান’-এরও যাওয়া উচিত, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি মনে করি প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ, অভিনেতা-কলাকুশলী যারা সিনেমায় কাজ করছেন, তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার, জাতীয় পুরস্কারের দিকে। তাই অবশ্যই, হ্যাঁ। আমি ‘জওয়ান’কে অস্কারে নিয়ে যেতে চাই।

দেখা যাক, আমার মনে হয় খান স্যার এই সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার, আমরা কি এই সিনেমাটি অস্কারে নিয়ে যাব?”

৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’ এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ৭৫ কোটি রুপি আয় করে। এর পর থেকেই ‘জওয়ান’ ঝড় তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, মুক্তির ১১ দিনের মধ্যে  ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘জওয়ান’! বর্তমানে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৬০ কোটির মতো। ভারতীয় বক্স অফিসেও ‘জওয়ান’ ঝড় বেড়েই চলেছে।

ভারতে ‘জওয়ান’-এর মোট আয় এখন  ৪৭৭.২৮ কোটি রুপি। এর মধ্যে কেবল হিন্দি ভার্সনেই ৪৩০ কোটি আয় করেছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:১১ এএম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।