শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, পাঁচজন আটক

  |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   18 বার পঠিত

শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, পাঁচজন আটক

মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে বিক্ষোভ করেছে ‘অনটাচ ইউথ ফাউন্ডেশন’ নামের এক সংগঠনের সদস্যরা। জুয়া ভিত্তিক অনলাইন গেমিং অ্যাপ ‘জঙ্গলি রামি’র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাতের বাইরে। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় পাঁচ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ দিন দুপুর থেকেই অভিনেতার বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়। কারণ আন্দোলনকারীরা আগেই একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলো তাদের কর্মসূচি। সূত্র: হিন্দুস্থান টাইমস

বিবৃতিতে বিক্ষোভকারীরা বলেন, ‘ তরুণ প্রজন্মের অনেকেই জঙ্গলি রামি নামের একটা গেম খেলেন। এর মধ্য দিয়ে অনেকেই সরাসরি জুয়া খেলার সঙ্গে যুক্ত হন। জঙ্গলি রামি বা জুয়া খেলার কারণে পুলিশ অনেককে গ্রেপ্তারও করেছে। অথচ বলিউডের বড় বড় তারকারা এই ধরনের গেমকে প্রোমোট করছেন এবং নতুন প্রজন্মকে লক্ষ্যভ্রষ্ট করছেন। তারা জানেন এটি একেবারেই ঠিক নয়। আমরা এই সমস্ত তারকাদের সিনেমা দেখে তাদের আরও বড়লোক করে দিচ্ছি। এই ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ হোক এই দাবি জানাচ্ছি আমরা।’ সূত্র: এই সময়

বর্তমানে শাহরুখ খান এ২৩ গেমিং অ্যাপের মডেল এবং ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে কাজ করছেন। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন। শাহরুখ ছাড়াও অজয় দেবগন, রাকুল প্রীত সিং, প্রকাশ রাজ, আন্নু কাপুরসহ অনেক ক্রিকেটারও এই অনলাইন গেমিং অ্যাপ প্রোমোট করছেন।

Facebook Comments Box

Posted ১২:৫১ পিএম | সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।