| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের ১১টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্থানীয় সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিং এ বলা হয়, ঢাকা মহানগরীর এই ১১টি এলাকার মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটির পাঁচটি। দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন হাসপাতালে। ডেঙ্গুর অবস্থা ভয়াবহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা এলাকায়।
হাবিবুল আহসান তালুকদার বলেন, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ১ জুলাই থেকে অদ্যাবধি ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলেও স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে।
একইসঙ্গে ঢাকা মহানগরীর এই এলাকাগুলোতে মশা নিধনে আরও বেশি তৎপরতা বাড়াতে দুই সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়েছে।
Posted ৭:৩২ এএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।