| বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েনরাতের এমপি পদ সাময়িকভাবে স্থগিত করা করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত একটি অভিযোগ আমলে নিয়ে তাকে এমপি হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দেশটির একটি সাংবিধানিক আদালত।
আল জাজিরার প্রতিবেদন মতে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে থাই পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো ভোটাভুটি হওয়ার আগে বুধবার (১৯ জুলাই) এই স্থগিতাদেশ দেয়া হয়।
পিটার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে বলা হয়েছে, পিটা গত ১৪ মে’র জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ছিলেন। কারণ একটি গণমাধ্যম কোম্পানিতে তার শেয়ার রয়েছে। যা থাই নির্বাচনি বিধির লঙ্ঘন।
Posted ৩:০৯ এএম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।