| শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
ঢাকা ১৭ আসনের উপনির্বাচনসহ বেশ কয়েকটি পৌরসভা-ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে আগামী ১৭ ও ১৯ জুলাই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসন, ৭টি পৌরসভা, ১টি উপজেলা পরিষদের শূন্য পদে এবং ১১টি ইউনিয়ন পরিষদে শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৯ জুলাই ১টি উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন নির্বাচন হবে। এর ফলে এই দুইদিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
Posted ৩:৩০ পিএম | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।