| বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
‘কাহা হাম কাহা তুম’ ধারাবাহিকে সোনাক্ষী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত দীপিকা কাকর। এরপর আরেক জনপ্রিয় সিরিয়াল ‘শ্বশুরাল সিমার কা’ ও রিয়েলিটি শো ‘বিগ বস’-এও দেখা গেছে তাকে।
ইউটিউব চ্যানেল ফার্স্ট ইন্ডিয়া টেলিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান অভিনেত্রী। ওই সাক্ষাৎকারের বরাতে দীপিকার অবসর নিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহীমকে বিয়ে করেছেন দীপিকা। শোয়েব ও দীপিকা এখন আছেন তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। মা হওয়ার পরেই অভিনয় থেকে বিদায় নিতে চান দীপিকা।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, আমি অন্তঃসত্ত্বাকালীন অবস্থা উপভোগ করছি। টানা ১০-১৫ বছর ধরে অভিনয় করে গেছি। যখন আমি অন্তঃসত্ত্বা হই, শোয়েবকে বলি, আর অভিনয় করতে চাই না। অভিনয় ছেড়ে পুরোপুরি গৃহিণী ও মা হয়ে থাকতে চাই।
দীপিকা কাকর আরো জানান, তিনি অভিনয়ে এসেছিলেন হঠাৎই। তবে এক যুগের বেশি সময় অভিনয় তাকে যা দিয়েছে, তা নিয়ে খুব খুশি। এখন অভিনয় ছেড়ে সন্তানকে বড় করায় মন দিতে চান তিনি।
সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতেও দেখা গেছে দীপিকা কাকরকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।
Posted ৪:৫৬ এএম | বুধবার, ৩১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।