| সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
দুবাই তার নান্দনিক স্থাপত্যের জন্য সারাবিশ্বে পরিচিত। সেই দুবাই এখন তার স্থাপত্যে চাঁদের প্রতিরূপ তৈরির আশা করছে। যাতে ব্যয় হবে চার বিলিয়ন পাউন্ড।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য মিরর–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই শহরের একটি রিসোর্ট কোম্পানি তাঁদের আকাশচুম্বী ভবনের ওপর বিশাল আকারের চাঁদসদৃশ ওই স্থাপনা তৈরির পরিকল্পনা করেছে।
দুবাইয়ের ওই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কানাডিয়ান উদ্যোক্তা মাইকেল হেন্ডারসন এ প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ৩০ মিটার বিল্ডিংয়ের উপরে চাঁদ আকৃতির এ রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছেন। ওই চাঁদের গোলকের দৈর্ঘ্য হবে ২৭৪ মিটার।
প্রকল্পের নাম ‘চাঁদ’। এটি পৃথিবীতেই মহাকাশ-উপগ্রহ দেখার অভিজ্ঞতা দেবে।
চাঁদ আকৃতির এ রিসোর্ট বছরে আড়াই কোটি পর্যটক টানবে, যা থেকে আয় হবে দেড় বিলিয়ন পাউন্ড। প্রকল্পটি বাস্তবায়নে বিনিয়োগ করছে মুন ওয়ার্ল্ড রিসোর্ট।
এই কৃত্রিম চাঁদের ভেতর একটি রিসোর্ট থাকবে। সেখানকার হোটেলে থাকবে চার হাজারের মতো কক্ষ। এখানে ১০ হাজার মানুষের ধারণক্ষমতা থাকবে। এর বাইরে নৈশক্লাব ও চিকিৎসাকেন্দ্র থাকবে। কৃত্রিম চাঁদের ভেতর ‘লুনার কলোনি’ নামে একটি বিশেষ এলাকা থাকবে, সেখানে চাঁদে হাঁটার অনুভূতি পাওয়া যাবে। রাতে এই কৃত্রিম চাঁদ আসল চাঁদের মতো উজ্জ্বলতা ছড়াবে। কখনো কখনো পূর্ণ চন্দ্র বা অর্ধচন্দ্রের মতো অভিজ্ঞতাও পাওয়া যাবে।
প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা, হেন্ডারসন এবং স্যান্ড্রা জি ম্যাথিউস বলেন, এটি পর্যটনসহ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির প্রতিটি দিককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে।
তারা আরও বলেন, এটি হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের সর্ববৃহৎ এবং সবচেয়ে সফল আধুনিক পর্যটন প্রকল্প। বিশ্বব্যাপী এর আবেদনের ভিত্তিতে দুবাইতে পর্যটক দ্বিগুণ হবে।
Posted ৬:০৪ এএম | সোমবার, ২২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।