| শনিবার, ২০ মে ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
দেশে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (২০ মে) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫১ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি একজন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ১৪২ জন, আর বাকি ২০ জন অন্য বিভাগে চিকিৎসাধীন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৪১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৪০ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।
Posted ২:১৭ পিএম | শনিবার, ২০ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।