| শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন স্থান করে নিতে পারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থল (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) হিসেবে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষান রেড্ডি বুধবার টুইটে এ তথ্য জানান।
টুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেতে পারে। আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খবর- হিন্দুস্তান টাইমস।
জি কিষাণ রেড্ডি টুইটারে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ভারতের জন্য দারুণ খবর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা আইসিওএমওএস’র পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় লিপিবদ্ধ করার জন্য পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের নাম সুপারিশ করা হয়েছে।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা আইকোমস (ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মনুমেন্টস অ্যান্ড সাইটস)-এর পক্ষ থেকে শান্তিনিকেতনের নাম সুপারিশ করা হয়েছে। আইকোমসের পরীক্ষায় পাসের পরে শান্তিনিকেতনের স্বীকৃতি মোটামুটি নিশ্চিত।
সংস্কৃতিমন্ত্রীর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির ঐতিহ্যবাহী স্থানগুলোকে বিশ্বদরবারে তুলে ধরতে চান। সেই স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে যাওয়া হবে শান্তিনিকেতনের বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি।
Posted ৩:০০ এএম | শুক্রবার, ১২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।