| বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা মারিন স্বামী মার্কাস রাইকোনেনের সঙ্গে যৌথভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। পৃথক ইনস্টাগ্রাম স্টোরিতে তারা বলেছেন, ‘আমরা ১৯ বছর একসঙ্গে থাকার জন্য এবং আমাদের প্রিয় মেয়ের জন্য কৃতজ্ঞ। আমরা সেরা বন্ধু থাকবো।’
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ ১৯ বছর একসঙ্গে থাকার পর মার্কাস রাইকোনেনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন সানা মারিন। ৩৭ বছর বয়সী মারিনের পাঁচ বছর বয়সী মেয়ে রয়েছে, যার নাম এমা আমালিয়া মারিন।
প্রায় তিন বছর আগে ২০২০ সালের আগস্টে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে ১৮ বছর বয়স থেকে একসঙ্গে থেকেছেন এই দম্পতি। মারিনের স্বামী মার্কাস রাইকোনেন একজন ব্যবসায়ী ও সাবেক পেশাদার ফুটবলার।
২০১৯ সালের ডিসেম্বরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেন সানা মারিন। তখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী হওয়ার পর করোনা মহামারি মোকাবিলা এবং মহামারির ধাক্কা থেকে দেশ ও দেশের অর্থনীতিকে বাঁচাতে লড়তে হয় তাঁকে।
ওই পরিস্থিতিতে বিয়ে করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন সানা মারিন। তখন ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘আমরা আমাদের তারুণ্য একসঙ্গে কাটিয়েছি। একসঙ্গে পরিণত বয়সে প্রবেশ করেছি। আমরা প্রিয় মেয়ের পিতা-মাতা হয়েছি।’
শিগগিরই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে সানা মারিনকে। কেননা, গত এপ্রিলের নির্বাচনে তাঁর দল হেরেছে। ফিনল্যান্ডে সরকার গড়তে যাচ্ছে মধ্য-ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি ও জাতীয়তাবাদী ফিন্স পার্টির জোট। অন্যদিকে ভোটের হিসাবে সানা মারিনের স্যোশাল ডেমোক্রেটিক পার্টি তৃতীয় অবস্থানে রয়েছে।
Posted ৮:০৪ এএম | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।