শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

’দ্য কেরালা স্টোরি’র প্রশংসায় নরেন্দ্র মোদী

  |   রবিবার, ০৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   18 বার পঠিত

’দ্য কেরালা স্টোরি’র প্রশংসায় নরেন্দ্র মোদী

চরম বিতর্ক আর ব্যান করার তীব্র দাবিকে পাশ কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এই সিনেমা নিষিদ্ধ করার পক্ষে ছিল কেরালার রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন সিনেমাটিকে প্রচারমূলক (প্রোপাগান্ডা) বলেই অভিযোগ করেছেন।

৫ মে অনেক প্রতিকূলতা সত্ত্বেও অবশেষে মুক্তি পেলো ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ভারতজুড়ে বিতর্ক চলছে।

এবার ‘দ্য কেরালা স্টোরি’র পক্ষ নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিনেমাটির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন,‘‘কংগ্রেস পার্টি আসলে সন্ত্রাসবাদকে মদত দিতে চাইছে। সেই কারণে এই সিনেমাটিকে নিষিদ্ধ করতে চাইছে। তাতে তারা আদতে সন্ত্রাসবাদকে সমর্থন করছে।’’

‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দ্য কেরালা স্টোরি সমাজের ভেতরে বাসা বেঁধে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে আনবে। কেরালার মতো একটা সুন্দর জায়গা, যেখানকার লোকজন এত বুদ্ধিমান, মেধাবী, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে। আর কংগ্রেস পার্টি এমনই একটা সিনেমাকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে! এরা শুধু উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে সব কিছু নিষিদ্ধ করতে জানে। আমার ‘জয় বজরংবলী’ বলাতেও এই দলটার সমস্যা রয়েছে।’’

ঘনিয়ে এসেছে কর্নাটকের বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী আপাতত দক্ষিণ ভারতেই রয়েছেন নির্বাচনী প্রচারে। সেখানেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। তিনি আরও বলেন, ‘‘আসলে এখন সন্ত্রাস যে শুধু গুলি-বোমা দিয়ে চালিত হয়, এমনটা নয়। একটা সমাজকে ভিতরে ভিতরে শেষ করে দেওয়াটাও সন্ত্রাস। এই সিনেমা সেই মুখোশটাই প্রকাশ্যে আনবে। কংগ্রেসের কারণে সন্ত্রাসবাদ নিয়ে ভুগতে হয়েছে এই দেশকে।’’

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন।

মূলত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)-এ নিয়োগের জন্য কেরালার হাজার হাজার মেয়েকে ইসলামে ধর্মান্তরিত করা ও কেরালার অনেক জায়গা থেকে হাজার হাজার মেয়ে নিখোঁজ হওয়ার সত্য কাহিনির উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অদা শর্মা।

Facebook Comments Box

Posted ২:৪৪ এএম | রবিবার, ০৭ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।