| রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
রানীর যুগের সাত দশকের পর ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেছেন রাজা তৃতীয় চার্লস। দেশটির সাতশ বছরের বেশি পুরনো ঐতিহাসিক সিংহাসনে শনিবার আরোহণ করেছেন তিনি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজ্যাভিষেক হলো রাজা তৃতীয় চার্লসের।
ক্যান্টারবুরির আর্চবিশপ তৃতীয় চার্লসের কাছে তার বিশ্বাসের প্রতিশ্রুতি দেওয়ার আগে রাজার সামনে হাঁটু গেড়ে বসেন। তিনি তার মাথায় মুকুট পরিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন।’ এদিকে রানী হিসেবে চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলার (৭৫) মাথায়ও চড়েছে রাজ মুকুট।
জীবনে একবারই এই মুকুট পরার সুযোগ পাবেন রাজা। ঘণ্টাখানেকের জন্য তিনি মুকুটটি পরবেন।
মুকুট পরিয়ে দেওয়ার পর শুরু হয় সিংহাসনে আরোহণের পর্ব। ক্যান্টারবুরি ও ইয়র্কের আর্চবিশপ এবং তাঁদের সহকারীরা রাজাকে সিংহাসনের দিকে নিয়ে যান। এরপর সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। এটি হচ্ছে রাজ্যাভিষেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
সর্বশেষ ১৯৫৩ সালে নিজের রাজ্যাভিষেকে সেইন্ট এডওয়ার্ড মুকুটটি পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এবার ৭০ বছর পর তাঁর ছেলে চার্লস নিজের রাজ্যাভিষেকে মুকুটটি পরলেন।
এর আগে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হন। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্য এবং আরও ১৫টি দেশের রাজা হন।
Posted ২:১৯ এএম | রবিবার, ০৭ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।