| বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
মাউন্ট এভারেস্টে আরোহনকালে যুক্তরাষ্ট্রের এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মরদেহটি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার অভিযানের সংগঠন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
৬৯ বছর বয়সী এই পর্বতারোহী এমন একটি ক্যাম্পে মারা যান, যেখানে পর্বতারোহীরা উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে খাপ খাওয়ানোর জন্য বিশ্রাম নেন। জায়গাটি ছিল প্রায় ২১ হাজার ফুট উঁচুতে।
অভিযান সংস্থার একজন শেরপা গাইড এএফপিকে বলেন, ‘তিনি অসুস্থ বোধ করছিলেন এবং ক্যাম্প-২-এ মারা গেছেন। তার মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’ তবে খারাপ আবহাওয়া এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান পাসাং শেরিং শেরপা।
নিহত আমেরিকান পর্বতারোহীর নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি আন্তর্জাতিক মাউন্টেন গাইডের (আইএমজি) সঙ্গে চুক্তি করেছিলেন বলে জানা গেছে।
ক্লাইম্বিং কম্পানি একটি বিবৃতিতে বলেছে, গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আইএমজি ক্যাম্প-২-এ আমাদের এভারেস্ট ২০২৩ দলের একজন সদস্যর মৃত্যুর খবর জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা নিশ্চিত করতে পারি, এটি পর্বতারোহণের দুর্ঘটনা বা রুটের অবস্থার ফলাফল ছিল না, যা পাহাড়ের অন্য কোনো দলের জন্য সম্ভাব্য প্রভাব বা নিরাপত্তা উদ্বেগের কারণ হবে।’
উল্লেখ্য, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। পর্বতারোহীরা সাধারণত বসন্ত ঋতুকে পর্বত আরোহণের জন্য বেছে নেয়।
নেপাল এই মৌসুমে ৪৬৬ জন বিদেশি পর্বতারোহীর জন্য পারমিট জারি করেছে। এতে সর্বোচ্চ শৃঙ্গে অতিরিক্ত ভিড়ের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত মাসেও তিনজন নেপালি পর্বতারোহী হিমবাহের গভীর ফাটলে পড়ে পরে মারা যান।
Posted ৪:১২ এএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।